বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রজেক্ট করে আসছি। সবগুলোর কাজ পরিপূর্ণ শেষ না হলেও মোটামুটি যেগুলো মোটামুটি রেডি, তার একাংশ
MNR Admission
Admission Information Bassed
এইচ.এস.সি. পরীক্ষার পর অনার্সের এডমিশন পরীক্ষা দিতে গিয়ে একজন শিক্ষার্থী সবথেকে বড় যে সমস্যায়, পড়ে সেটা হলো, সাজানো গোছানো তথ্যের অভাব। অনার্স এডমিশন ভিত্তিক এই সমস্যা দূর করার লক্ষে এই এম.এন.আর. এডমিশন ওয়েবসাইটটি বানানো।
বিভিন্ন কারণে প্রতিনিয়ত আমাদের প্রচুর লিংক শেয়ার করতে হয়। এক্ষেত্রে লিংক বড় হলে সেটা শেয়ার করলে দেখতে বিদঘুটে লাগে। এই সমস্যা সমাধানের জন্যে এই ওয়েবসাইট বানানো। এখানে যেকোনো লিংক দিলে এটি সেই বড় লিংকের বিকল্প সংক্ষিপ্ত লিংক দেয়, যেটা বিভিন্ন যায়গায় সহজেই শেয়ার করার উপযোগী।
টেলিগ্রাম থেকে ফাইল ডাউনলোড করতে গিলে অনেক সময়ই একটা সমস্যার মুখোমুখি হতে হয়। ফাইল ডাউনলোড করার শর্তেও সেটি ঠিকমতো ডাউনলোড না হওয়ার কারণে ওপেন করা যায়না। এই সমস্যা সমাধানের লক্ষে এই ওয়েবসাইটটি বানানো।
এখানে ছোটখাটো নোট ও নেয়া, তা এডিট ও ডিলেট করা যায়। এটা শুধুমাত্র একটা ফান প্রজেক্ট। এটাতে করা নোট ক্লাউডে সেভ হয়না। তাই, পরবর্তী বার দেখতে চাইলে দেখার কোনো সুযোগ থাকে না।